পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল প্রতিবছর ছাত্র-ছাত্রীদের জন্য স্কলারশিপ প্রদান করে থাকে |West Bengal Chief Minister Relief Fund যেটা নবান্ন স্কলারশিপ / উত্তরকন্যা স্কলারশিপ নামে পরিচিত যেটা প্রতি বছরের ন্যায় এ বছরও সমস্ত ছাত্র-ছাত্রীদের প্রদান করা হচ্ছে | এই বছর যে সমস্ত ছাত্র-ছাত্রী মাধ্যমিক উচ্চমাধ্যমিক অথবা কলেজের কোন পরীক্ষায় পাশ করে পরবর্তী ক্লাসে ভর্তি হয়েছে তারা এই মুখ্যমন্ত্রীর নবান্ন স্কলারশিপের জন্য আবেদন করতে পারে |
নবান্ন স্কলারশিপ এর আবেদন জন্য প্রয়োজনীয় যোগ্যতা :-
1.যে সমস্ত ছাত্র-ছাত্রী মাধ্যমিকে 65 % নাম্বার নিয়ে উচ্চমাধ্যমিক করতে হয়েছে অথবা উচ্চমাধ্যমিকে 60% নাম্বার নিয়ে কলেজে ভর্তি হয়েছে অথবা কলেজে 55% নাম্বার নিয়ে ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছে তারাই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে |
2.আবেদনকারী পরিবারের বাৎসরিক আয় 60000 টাকার কম হতে হবে তবেই সে পশ্চিমবঙ্গ মুখ্যমন্ত্রীর নবান্ন স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে |
3.আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের একজন স্থায়ী বাসিন্দা হতে হবে | যে সমস্ত ছাত্র-ছাত্রী আগে থেকেই অন্য কোন সরকারি অথবা বেসরকারি সংস্থার কাছ থেকে স্কলারশিপ আছে তারা এই স্কলারশিপের জন্য যোগ্য নয় |
প্রয়োজনীয় কাগজপত্র :-
1.Application From
2.MLA Recommendation Copy
3.Self Declaration From
4.শেষ পরীক্ষার মার্কশীট
5.বর্তমান কোর্সের ভর্তি রশিদ
6.কোন A Grade অফিসারের কাছ থেকে নেওয়া বাৎসরিক Income Certificate
7.Rank card of entrance exam (If any)
আবেদনপত্রটি সঠিকভাবে পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্র গুলি এর সাথে দেওয়ার পর ফর্ম টি কে নিম্নলিখিত office এ গিয়ে জমা দিতে হবে |
## কেবলমাত্র আবেদনকারীকে নিজে অথবা অভিভাবক এই ফরম জমা দিতে পারেন | ছাত্র /
ছাত্রীরা এই পোষ্টের মাধ্যমে পাঠাতে পারে কিন্তু সে ক্ষেত্রে স্কলারশিপ পাওয়ার সম্ভাবনা অনেক কমে যাবে |
** DUE TO COVID -19 IN THIS YEAR APPLICATION PROCESS ALL APPLICATANT COMPLETE THEIR APPLICATION PROCESS THROUGH EMAIL.
Sent your application in this mail id- wbcmrfedu2020@gmail.com
Download Application From -Click Here
আরো বিস্তারিত জানতে - ক্লিক করুন