Type Here to Get Search Results !

বর্ধমান বিশ্ববিদ্যালয় পক্ষ থেকে জানানো হলো ১১ জুন কলেজ খোলার পর 35 দিন পর্যন্ত ক্লাস হবে এবং তারপর এমসিকিউ ধাঁচে পরীক্ষা হবে।

EDUCARE 3
করোনাভাইরাস এর ভয়াবহ পরিস্থিতিতে সমগ্র পৃথিবী জুড়ে শিক্ষাব্যবস্থা প্রায় সম্পূর্ণরূপে থমকে গেছে। 
অনলাইনে পঠনপাঠন চলতে থাকলেও তা যথেষ্ট নয় এ কথা স্বীকার করেছেন পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি মহাশয়।  বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রেও পরীক্ষা চলতে চলতে হঠাৎ লকডাউন এর জন্য বিবি,  এলএলবি এবং বিসিএ ছাড়াও বিভিন্ন বিভাগের পরীক্ষা বন্ধ হয়ে গিয়েছিল।
15/05/2020 বর্ধমান বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে প্রকাশিত হওয়া একটি নোটিশে Controller of Examinatio,  BU : অনিন্দ্য জ্যোতি পাল মহাশয় জানিয়েছেন কলেজ খোলার সাতদিন পরে নতুন করে সমস্ত পরীক্ষার বিষয়ে জানানো হবে। 

অন্যদিকে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিমাই চন্দ্র সাহা জানিয়েছেন ১১ ই জুন কলেজ ও বিশ্ববিদ্যালয় খুললে 35 দিন ক্লাসের পর স্নাতকের  ষষ্ঠ সেমিস্টারের পরীক্ষা হবে, এবং এক মাসের মধ্যেই তার ফল প্রকাশ করা হবে।  স্নাতক পাস কোর্সের পরীক্ষা নেয়া হবে এমসিকিউ পদ্ধতিতে। কিন্তু অনার্স এর ক্ষেত্রে  পরীক্ষা এতদিন ধরে যে ভাবে হয়ে আসছে সেরকমই হবে।
আরো বিশদে জানতে ক্লিক করুন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (UGC)নির্দেশ অনুযায়ী সামাজিক দূরত্ব বজায় রেখে  ছাত্র-ছাত্রীদের সুরক্ষার কথা ভেবে পরীক্ষা নেওয়া হবে। For more Details ➡Click Here

Post a Comment

3 Comments
Unknown said…
2nd Year or 3rd year ug ka results or review kab out hoga
Unknown said…
But jara 6 sem a porche but 4 th sem a kono paper a supply roye gache tader ki hbe? Tara ki 6 sem dite parbe?
Unknown said…
4th semester kemon Exam hobe General