সমস্ত স্নাতক স্তরের ছাত্রছাত্রীরা আর্টস, কমার্স, সাইন্স এবং ইঞ্জিনিয়ারিং এর ছাত্র ছাত্রীরা এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে। কিন্তু স্কলারশিপ আবেদন করার আগে কিছু বিশেষ শিক্ষাগত যোগ্যতা ছাত্র-ছাত্রীদের থাকতে হবে তবেই স্কলারশিপের জন্য আবেশিক্ষাগত যোগ্যতা
শিক্ষাগত যোগ্যতা ঃঃ
১. 3 বছরের স্নাতক প্রোগ্রামের 1 ম / দ্বিতীয় বর্ষে অধ্যয়নরত শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত ( Arts/ Science/Engineering ও যে কোনও প্রবাহে)।
২.আবেদনকারীদের অবশ্যই ন্যূনতম 50% নম্বর সহ 12 ম শ্রেণিতে পাস হতে হবে।
৩. বার্ষিক পারিবারিক আয় বার্ষিক আইএনআর 6,00,000 (6 লাখ) এর চেয়ে কম হওয়া উচিত।
৪.আবেদনকারীদের অবশ্যই নিয়মিত ফুলটাইম মোডে স্বীকৃত কলেজ / বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জন করতে হবে।
৫. অবশ্যই একজন ভারতীয় নাগরিক হতে হবে।
Note👉কোন ছাত্র-ছাত্রী যদি শুধুমাত্র মাধ্যমিকের পর ডাইরেক্ট পলিটেকনিকে ভর্তি হয়ে থাকে সে ক্ষেত্রে সেই সমস্ত ছাত্র-ছাত্রীরা এই কলারশিপ এর জন্য আবেদন করতে পারবে না।
উচ্চমাধ্যমিকে যাদের 50% Number আছে শুধুমাত্র আবেদনযোগ্য ।
👉প্রদত্ত ইনকাম সার্টিফিকেট A গ্রুপের অধিকর্তার কাছ থেকে নিতে হবে।
আবেদন করার জন্য প্রয়োজনীয় Documents:
1. passport size colour photograph
2.10Th Result
3. 12th Result
4. AADHAR Card/any identity prove
5.College Fees Receipt Copy.
6.Admission Letter / allotment letter.
7. Income Certificate
8.College Id Card.
আবেদন করার জন্যএই link এ clickকরুন.
আরো বিশদে জানার জন্য আরো বিশদে জানার জন্য ➡Click here
I'm a 1st year polytechnic studen. Our collage don't provide id card so, what I do sir.
Please reply.