করোনা ভাইরাসের জন্য পশ্চিমবঙ্গের সমস্ত স্কুল-কলেজ বন্ধ করে দেওয়া হলো একটি শে মার্চ পর্যন্ত
করোনা-আতঙ্কে এবার এরাজ্যেও সরকারি-বেসরকারি সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত। সোমবার থেকে ৩১ মার্চ পর্যন্ত বন্ধ থাকবে রাজ্যের সব স্কুল-কলেজ-মাদ্রাসা, বিশ্ববিদ্যালয়, শিশু শিক্ষা কেন্দ্র, মাধ্যমিক শিক্ষা কেন্দ্র। বিজ্ঞপ্তি জারি করা হয়েছে মুখ্যমন্ত্রীর দফতর থেকে। বন্ধ থাকবে স্কুলের অভ্যন্তরীণ পরীক্ষাও। তবে নির্ধারিত সূচি অনুযায়ী চলবে উচ্চমাধ্যমিক পরীক্ষা।
এর আগে অন্য কয়েকটি রাজ্যেও সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও করোনা মোকাবিলায় উদ্যোগ নিয়েছেন। মাস্ক-হ্যান্ড স্যানিটাইজারকে অত্যাবশকীয় পণ্য ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। কালোবাজারি রুখতে কলকাতা মেডিক্যাল সংলগ্ন ওষুধের দোকানে হানা দিয়েছেন এনফোর্সমেন্ট ব্র্যাঞ্চের আধিকারিকরা। বিশ্বভারতী, শিবপুর আইআইইএসটি, খড়গপুর আইআইটি-র মতো কেন্দ্রীয় শিক্ষাপ্রতিষ্ঠানগুলিও বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংক্রমণ মোকাবিলায় আগামী ৩০ মার্চ পর্যন্ত নিউটাউনে বন্ধ অ্যামিটি বিশ্ববিদ্যালয়। হস্টেল ছাড়লেন পড়ুয়ারা।